এডমিশন টিউন https://www.admissiontune.com/2021/02/blog-post_71.html

জৈব যৌগ শর্ট সাজেশন ২০২৪

সামনে এইচ. এস. সি পরীক্ষা । তোমদের অনেকের কাছে হয় এখন ভয়ের বিষয় রসায়ন ২য় পত্র। আর রসায়ন ২য় পত্রে যে রিষয়টি আরো ভয়কে ত্বরান্বিত করে দেয় তা হল “জৈব যৈাগ”। তোমাদের্ এই ভয় কাটানোর জন্য আমরা জৈব যৌগের কিছু সংক্ষিপ্ত সাজেশন তৈরী করেছি। যা ১০০ ভাগ কমন উপযোগী। তবে দেখে নাও এক নজরে।

জৈব যৌগ শর্ট সাজেশন, শর্ট সাজেশন, জৈব যৌগ, সাজেশন, এইচএসসি, রসায়ন ২য় পত্র, organic chemistry, hsc, organic chemistry suggestion
[ছবিঃ Sk Rezwana Quadir Raisaশিক্ষার্থী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা]

জ্ঞানমূলক ও অনুধাবন

১. বিয়ার ল্যাম্বার্ট সূত্র

২. রেসিমিক মিশ্রণ

৩. প্লাস্টিসিটি

৪. প্যারাসিটামল

৫. ফরমালিন

৬. টটোমারিজম

৭. ফেনল অম্লধর্মী কেন?

৮. অ্যারোমেটিক যৌগ

৯. অ্যালকোহল এসিডের পানিতে দ্রবণীয়তার কারণ

১০. জ্যামিতিক সমানুতার শর্ত

প্রয়োগ ও উচ্চতর দক্ষতা

১. ১, ২ ও ৩ নং অ্যালকোহলের পার্থক্য (লুকাস বিকারক)

২. অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা

৩. SN1 ও SN2 বিক্রিয়ার কৌশল

৪. E1 ও E2 বিক্রিয়ার কৌশল

৫. গ্রিগনার্ড বিকারক হতে অন্যান্য যৌগ প্রস্তুত প্রণালী

৬. মারকনিকভের নীতির দ্বারা ব্যাখ্যা

৭. বেনজিন বলয়ের সক্রিয়তা নির্দেশক ও অর্থোপ্যারামূলক নির্দেশক

৮. বেনজিনের ইলেক্ট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করার কারণ

৯. ওজোনালাইসিস

১০. অ্যালডিহাইড ও কিটোনের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া

১১. সিস-ট্রান্স সমাণু প্রদর্শন করবে কিনা

১২. হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা

১৩. অ্যালডল ও ক্যানিজেরো বিক্রিয়া

১৪. ফেনলের অম্লধর্মীতা

১৫. COOH মূলক শনাক্তকরণ

১৬. বিভিন্ন যৌগের পারস্পারিক রূপান্তর

সবার সাথে শেয়ার করুন
এই পোস্টে 1 জন কমেন্ট করেছেন

এডমিশন টিউন কী?