কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ | Current Affairs 2024

কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড ২০২৪ | Current affairs 2024 pdf ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ শেয়ার করার পাশাপাশি প্রতিমাসের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য উপস্থাপন করে থাকি। 
কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ
কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ ও প্রফেসর কারেন্ট আফেয়ার্স ২০২৪ ফ্রি ডাউনলোড করতে ও পড়তে চাইলে আমাদের পোস্টটি বুকমার্ক করে রাখুন। 

কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড ২০২৪

বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে নিয়োগ পরীক্ষা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাজারে কারেন্ট এফেয়ার্স হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বে বহু নতুন ঘটনা ঘটে কিন্তু সব আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। 

সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন আলোচিত ঘটনা থেকে ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, সাধারণ জ্ঞান কুইজ ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে। ফলে বুঝতেই পারছেন সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়ার গুরুত্ব কতটুকু। 

তবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ শেয়ার করার পাশাপাশি এটি পড়ার নিয়ম আলোচনা করবো। তাছাড়া আমাদের পোস্টে বিগত মাসে ঘটে যাওয়া নানা আলোচিত ঘটনা তুলে ধরা হবে। যেহেতু পিডিএফ ফাইলের লেখা স্পষ্ট বুঝা যায় না এবং স্বাছন্দ্যে পড়া যায় না তাই আপনাদের জন্য আমরা তা লিখিত আকারে উপস্থাপন করেছি। 

Professor’s current affairs 2024 pdf download

প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স বহুল প্রচলিত জনপ্রিয় একটি মাসিক ম্যাগাজিন। এখানে সাম্প্রতিক নানা বিষয়ের তথ্য গুরুত্বপূর্ণ প্রদান করা হয়ে থাকে। যেকোনো পরীক্ষার আগে বিগত ৩ মাসের কারেন্ট এফেয়ার্স ভালোভাবে পড়তে হবে। এখানে আমরা ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত current affairs এর ডাউনলোড লিংক শেয়ার করছি। 

কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৪ পিডিএফ 


প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ পিডিএফ ডাউনলোড (সকল মাস)

কারেন্ট অ্যাফেয়ার্স সংখ্যা ডাউনলোড লিংক
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স আগষ্ট ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৪ পিডিএফ ডাউনলোড
কারেন্ট আফেয়ার্স ডিসেম্বর ২০২৪ পিডিএফ ডাউনলোড

সাম্প্রতিক তথ্য ২০২৪ (বাংলাদেশ বিষয়াবলী)

০১ মে, ২০২৪
♦︎ বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে 'কৃষক ও শ্রমিকের মুক্তি'র কথা বলা হয়েছে?
উত্তর: অনুচ্ছেদ-১৪।
♦︎ আনারস পাতার আঁশ থেকে উদ্ভাবিত সুতার নাম কী?
উত্তর: পাইনঅ্যাপল সিল্ক।
♦︎ পাইনঅ্যাপল সিল্ক উৎপাদন কেন্দ্র কোথায়?
উত্তর: মানিকগঞ্জ জেলায়।
♦︎ তৈরি পোষাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত?
উত্তর: প্রায় ৮৫ শতাংশ। [তথ্যসূত্র: এডিবি]
♦︎ IMF-এর তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন কত?
উত্তর: ৬ দশমিক ৬ শতাংশ।
০২ মে, ২০২৪
♦︎ 'গুপী গাইন বাঘা বাইন' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর: সত্যজিৎ রায় (জন্ম: ২ মে, ১৯২১)।
♦︎ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ভারতীয় উপমহাদেশের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তর: প্রফুল্ল চাকী (মৃত্যু: ২ মে, ১৯০৮)।
♦︎ IMF-এর মতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (GDP) প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৫ দশমিক ৭ শতাংশ।
♦︎ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়?
উত্তর: উখিয়া, কক্সবাজার।
♦︎ WHO'র প্রতিবেদনে হেপাটাইটিস সংক্রমণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।
০৩ মে, ২০২৪
♦︎ দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম কী?
উত্তর: শিরীন পারভীন।
♦︎ আইএমএফ ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য কত কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে?
উত্তর: ৪৭০ কোটি ডলার।
♦︎ মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: জগজিৎ সিং অরোরা। (মৃত্যু: ৩ মে, ২০০৫)
♦︎ ডায়েরিমূলক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'- এর রচয়িতা কে?
উত্তর: জাহানারা ইমাম (জন্ম: ৩ মে, ১৯২৯)।
♦︎ ঈদুল ফিতরের মাস এপ্রিলে মোট রেমিট্যান্স এসেছে কত?
উত্তর: ২০৪ কোটি ৩০ লাখ ডলার।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ৩০৮ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা।
০৪ মে, ২০২৪
♦︎  "বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলন" কার লেখা?
উত্তর: সব্যসাচী হাজরা।
♦︎ RSF-এর সূচক অনুযায়ী ২০২৪ সালের, স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫ তম। [শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ- ইরিত্রিয়া (১৮০তম)]
♦︎ পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
উত্তর: ১৯৮৫ সালে।
♦︎ তাপপ্রবাহের কারণে ঢাকা শহরের জিডিপির কত শতাংশ ক্ষতি হয়?
উত্তর: ৮ শতাংশ (বছরে প্রায় ৬০০ কোটি ডলার)।
♦︎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৪ মে, ১৮৪৯।
♦︎ 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩' পুরস্কার পেয়েছে-
উত্তর: লাফার্জহোলসিম বাংলাদেশ।
০৫ মে, ২০২৪
♦︎ বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ নারী কে?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার (জন্ম: ৫ মে, ১৯১১)।
♦︎ বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫ তম। (স্কোর ২৭.৬৪; [সূত্র: RSF])
♦︎ সাতক্ষীরায় লবণ পানির চিংড়ি চাষ শুরু হয় কবে?
উত্তর: আশির দশক।
♦︎  বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কী?
উত্তর: বিনা ধান-২৫।
০৬ মে, ২০২৪
♦︎ ‘বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
♦︎ 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ। (জন্ম: ৬ মে, ১৯৩২)
♦︎ বাংলাদেশের প্রথম নারী ভাস্করের নাম কী?
উত্তর: নভেরা আহমেদ। (মৃত্যু: ৬ মে, ২০১৫)
♦︎ বাংলাদেশে সমুদ্রগামী জাহাজের সংখ্যা কতটি?
উত্তর: ৯৭টি।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে আমের উৎপাদন কত ছিল?
উত্তর: ২৭.৫ লাখ মেট্রিক টন (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)।
♦︎ ২০২২-৩ অর্থবছরে আম রপ্তানির পরিমাণ কত?
উত্তর: ৩,১০০ মেট্রিক টন।
♦︎ বর্তমানে কর্মক্ষেত্রে বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে কত শতাংশ নারী কাজ করছেন?
উত্তর: প্রায় ১৭ শতাংশ।
০৭ মে, ২০২৪
♦︎ রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
উত্তর: ১৬ বছর (জন্ম: ৭ মে, ১৮৬১)।
♦︎ 'The pied piper of Hamelin' এর লেখক কে?
উত্তর: Robert Browning (জন্ম: ৭ মে, ১৮২২)।
♦︎ বাংলাদেশ সরকারের চালুকৃত ক্লাউড সেবার নাম কী?
উত্তর: 'বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড'।
♦︎  বাংলাদেশে শ্রম শক্তির পরিমাণ কত?
উত্তর: ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ (সূত্র: BBS)।
♦︎ পাকিস্তান গণপরিষদ কবে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৭ মে, ১৯৫৪।
♦︎ বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত GI পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ৩২টি (সূত্র: শিল্প মন্ত্রণালয়)।
♦︎ বাংলাদেশে সম্ভাব্য GI পণ্যের তালিকায় কতটি পণ্য রাখা হয়েছে? উত্তর: ১৫১টি।
০৮ মে, ২০২৪
♦︎ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে।
♦︎ UNESCO'র বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় Sultana’s Dream
♦︎ 'কালবেলা' উপন্যাসের লেখক কে?
উত্তর: সমরেশ মজুমদার (মৃত্যু: ৮ মে, ২০২৩)।
♦︎ পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় নিবন্ধিত চা-বাগানের সংখ্যা কত?
উত্তর: ৯টি।
♦︎ নবজাতক শিশুদের দেহে হাড়ের সংখ্যা কত?
উত্তর: ৩০০টির বেশি।
♦︎ বাংলাদেশে আসা তুর্কিয়ের নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম কী?
উত্তর: টিসিজি কিনালিয়াদা।
০৯ মে, ২০২৪
♦︎ এ বছর বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার' পেয়েছেন কে?
উত্তর: অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প রাখা হয়েছে কয়টি?
উত্তর: ১ হাজার ২৫৮টি।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরে এডিপিতে কত টাকা বরাদ্দ রাখা হচ্ছে?
উত্তর: ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
♦︎ বাংলাদেশ থেকে কতটি দেশে কর্মী পাঠানো হয়েছে?
উত্তর: ১৭৬টি দেশে।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য কতজন কর্মী বিদেশে পাঠানো হয়েছে?
উত্তর: ১১ লাখ ২৬ হাজার ৬০ জন।
১১ মে, ২০২৪
♦︎ দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কী?
উত্তর: সইদা খানম।
♦︎ বাংলাদেশের দারিদ্রের হার কত?
উত্তর: ১৮ দশমিক ৭ শতাংশ (BBS এর খানা আয় ও ব্যয় জরিপ)।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে কবে?
উত্তর: ৬ জুন, ২০২৪।
♦︎ বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামের হালদা নদীতে।
♦︎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ও সাহিত্যিক ছদ্মনাম কি?
উত্তর: উপাধি: সাহিত্য সম্রাট; ছদ্মনাম: কমলাকান্ত।
♦︎ ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে?
উত্তর: ডেভিড স্লেটন মিল।
♦︎ আইওএম প্রকাশিত ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী বিশ্বে রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।
১২ মে, ২০২৪
♦︎ বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর: বেঙ্গল গেজেট।
♦︎ শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কী?
উত্তর: সাপ্তাহিক সমাচার দর্পণ।
♦︎ দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তর: ১ লাখ ১৪ হাজার ৫৩৯টি (সরকারি ৬৫,৫৬৬টি)।
♦︎ তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দ্বিতীয় (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো-২০২৩)।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে জিডিপির অবদান কত?
উত্তর: ১০.৩৫ শতাংশ।
১৩ মে, ২০২৪
♦︎ 'আঠারো বছর বয়স' কবিতাটির লেখক কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য (মৃত্যু: ১৩ মে, ১৯৪৭)।
♦︎ ইউনেস্কোর 'বিশ্বস্মৃতি' বা ওয়ার্ল্ড মেমোরি' তালিকায় স্থান পেয়েছে কোনটি?
উত্তর: সুলতানা'স ড্রিম (রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস)।
♦︎ আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।
♦︎ দেশে আমের বার্ষিক উৎপাদন কত?
উত্তর: প্রায় ১৫ লাখ টন।
♦︎ বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২১৭টি।
১৪ মে, ২০২৪
♦︎ 'নেকড়ে অরণ্য' উপন্যাসের লেখক কে?
উত্তর: শওকত ওসমান (মৃত্যু: ১৪মে, ১৯৯৮)।
♦︎ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৪মে, ২০২০।
♦︎ বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ উৎক্ষেপণ করা হয় কবে?
উত্তর: বাংলাদেশ সময় ১২মে, ২০১৮।
♦︎ বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ নির্মাণ ও উৎক্ষেপণ ব্যয় কত?
উত্তর: ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
♦︎ বঙ্গবন্ধু স্যাটেলাইট-০২ কোন ধরনের স্যাটেলাইট?
উত্তর: পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট।
♦︎ IMF-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের GDP'র প্রবৃদ্ধির হার কত হবে?
উত্তর: ৫.৭ শতাংশ।
♦︎ ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে?
উত্তর: কুড়িগ্রামে।
১৫ মে, ২০২৪
♦︎ আন্তর্জাতিক পরিবার দিবস কবে?
উত্তর: ১৫ মে।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ২৫ লাখ ২৮ হাজার টন।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার কত হতে পারে?
উত্তর: ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে বয়স্কভাতাভোগীর সংখ্যা কত?
উত্তর: ৫৮ লাখ ১ হাজার।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে কর্মসূচির সংখ্যা কতটি?
উত্তর: ১৩০টি।
♦︎ ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে?
উত্তর: নাজমুল হোসেন শান্ত।
১৬ মে, ২০২৪
♦︎ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৬ মে।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয় কত?
উত্তর: ৬ হাজার ৩০৫ কোটি ডলার (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)।
♦︎ ২০২৩ অর্থবছরে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের আমদানি ব্যয় কত?
উত্তর: ১১৮.১৭ মিলিয়ন মার্কিন ডলার।
১৭ মে, ২০২৪
♦︎ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
উত্তর: ১৯৯৯ সালে।
♦︎ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৭ মে (১৯৮১ সালে)।
♦︎ ফোর্বসের ২০২৪ সালের '৩০ অনূর্ধ্ব ৩০' তালিকায় এশিয়ার কতজন বাংলাদেশি স্থান পেয়েছেন?
উত্তর: ৯ জন।
♦︎ কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ২৪মে, ১৯৭২।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরের এডিপির মোট বরাদ্দ থাকছে-
উত্তর: ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
♦︎ বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৭ মে, ১৯১৩।
১৮ মে, ২০২৪
♦︎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড' অনুষ্ঠিত।
♦︎ আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৮মে।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে দেশে হস্ত ও কারুশিল্পের বাজার কত ছিল?
উত্তর: ২ হাজার ৪৩০ কোটি টাকার বেশি।
♦︎ বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কী?
উত্তর: ডব্লিউ এ এস ওডারল্যান্ড (মৃত্যু: ১৮ মে, ২০০১)।
♦︎ সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা কত?
উত্তর: ২১ লাখ ২০ হাজার (বাংলাদেশ শীর্ষ)।
১৯ মে, ২০২৪
♦︎ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। (জন্ম: ১৯ মে, ১৯০৮)।
♦︎ মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প 'বাংলাদেশ কথা কয়' এর গল্পকার কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী। (মৃত্যু: ১৯ মে, ২০২২)
♦︎ বাংলাদেশ প্রথম বিদেশে চিংড়ি রপ্তানি করে কবে?
উত্তর: ১৯৭৬ সালে।
♦︎ 'পোয়েট অব বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কাকে?
উত্তর: কবি নির্মলেন্দু গুণকে।
♦︎ ২০১২ সালের জুলাইয়ে কতটি পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করা হয়েছিল?
উত্তর: ১৭টি।
♦︎ সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ী বাংলাদেশি কে?
উত্তর: বাবর আলী।
২০ মে, ২০২৪
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ভর্তুকি খাতে মূল বরাদ্দ কত ছিল?
উত্তর: ১ লাখ ১০ হাজার ৬৭২ কোটি টাকা।
♦︎ বিশ্বব্যাংকের মতে প্রতিবছর দেশে তথ্যপ্রযুক্তি খাতে অর্থনীতিতে মূল্য সংযোজনের পরিমাণ কত?
উত্তর: ৪৫২ কোটি ডলার। (টাকায় প্রায় ৫৩ হাজার কোটি টাকা)
♦︎ বৈশ্বিক বিবেচনায় ডিজিটাল লেনদেনের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০২ তম। (১৫৭ টি দেশের মধ্যে)
♦︎ Best Countries for Hiring Freelancers-2024 প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিং-এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ২৯তম। (৩০টি দেশের মধ্যে)
২১ মে, ২০২৪
♦︎ বাংলা সাহিত্যের গীতিকাব্যের প্রথম কবির নাম কী?
উত্তর: বিহারীলাল চক্রবর্তী। (জন্ম: ২১ মে, ১৮৩৫)
♦︎ কত অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন?
উত্তর: ৭২ (১) অনুচ্ছেদ।
♦︎ BBS- এর সাময়িক হিসাব অনুযায়ী দেশে ২০২৩-২৪ অর্থবছরে GDP-এর প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৫.৮২ শতাংশ।
♦︎ চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।
২২ মে, ২০২৪
♦︎ বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরের সামরিক হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় কত?
উত্তর: ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় কত ছিল?
উত্তর: ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার।
♦︎ 'বৈশ্বিক মতপ্রকাশ প্রতিবেদন- ২০২৪' অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১২৮তম। (১৬১টি দেশের মধ্যে)
♦︎ বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫তম। (স্কোর ২৭.৬৪; ১৮০টি দেশের মধ্যে)
২৩ মে, ২০২৪
♦︎ দেশে এবার ঘূর্ণিঝড় হলে সেই ঘূর্ণিঝড়ের নাম কী হবে?
উত্তর: রোমাল (অর্থ: বালু)
♦︎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জুলি ও কুরি' শান্তি পদক প্রদান করা হয়?
উত্তর: ২৩ মে, ১৯৭৩ সাল।
♦︎ বাংলাভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: সমাচার দর্পণ। (প্রকাশিত ২৩মে, ১৮১৮)
২৪ মে, ২০২৪
♦︎ বৃত্রসংহার কার রচিত মহাকাব্য?
উত্তর: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। (মৃত্যু: ২৪মে, ১৯০৩)
♦︎ নজরুল পুরস্কার ২০২৪ প্রদান করা হয় কাকে?
উত্তর: অধ্যাপক ড. রাজিয়া সুলতানা।
♦︎ বাংলাদেশ কত সালে LDC তালিকাভুক্ত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।
২৫ মে, ২০২৪
♦︎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। (২৫মে, ১৮৯৯ সাল)
♦︎ প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর: ন্যাথালিয়েন ব্রাসি হালহেড (জন্ম: ২৫মে, ১৭৫১)
♦︎ মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় কবে থেকে?
উত্তর: ২৫ মে, ১৯৭১।
♦︎ ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ?
উত্তর: ওমান।
♦︎ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কি.মি. হলে তাকে কী বলে?
উত্তর: প্রবল ঘূর্ণিঝড়।
♦︎ ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতির নাম কি?
উত্তর: ক্রলিং পেগ।
২৬ মে, ২০২৪
♦︎ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল।
♦︎ কর্ণফুলী টানেলের প্রকল্প ব্যয় কত ছিল?
উত্তর: ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।
♦︎ বাংলার প্রথম মুদ্রা প্রচলন শুরু হয় কবে?
উত্তর: ১৩০১ সালে।
♦︎ বাংলার প্রথম মুদ্রা প্রচলন শুরু করেন কে?
উত্তর: শামসুদ্দিন ফিরোজ শাহ।
২৭ মে, ২০২৪
♦︎ সদ্য বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে আম উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১৪ লাখ ৮২ হাজার ৯৩৭ মেট্রিক টন।
♦︎ মোট আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।
♦︎ বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় কবে?
উত্তর: ১৮৪০ সালে।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে চা উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১০ কোটি ২৯ লাখ কেজি।
♦︎ বাংলাদেশে বার্ষিক মাথাপিছু কার্বন নিঃসারণের পরিমাণ কত?
উত্তর: ০.৫ টন।
♦︎ ২০৫০ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুতের সংখ্যা কত হবে?
উত্তর: প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ। (সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে)
২৮ মে, ২০২৪
♦︎ 'সংগ্রাম' চিত্রকর্মের শিল্পী কে?
উত্তর: জয়নুল আবেদিন। (মৃত্যু: ২৮ মে, ১৯৭৬)
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত এডিপির আকার কত?
উত্তর: ২ লাখ ৫৪ হাজার ৩৫১ কোটি টাকা।
♦︎ BBS এর গবেষণা ও উন্নয়ন জরিপ ২০২২ অনুযায়ী দেশে গবেষকের সংখ্যা কত?
উত্তর: প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে ১০৭ জন।
♦︎ দেশে গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরে মাথাপিছু আনুমানিক ব্যয় কত?
উত্তর: প্রায় ৬২০ টাকা।
♦︎ বাড়িতে সন্তান প্রসবের হার কত?
উত্তর: ৩২.৭৭ শতাংশ।
♦︎ প্রতি হাজার জীবিত শিশু জন্মের বিপরীতে কতজন শিশু (এক মাসের কম বয়সী বা নবজাতক) মৃত্যুবরণ করে?
উত্তর: ২০ জন।
♦︎ প্রতি লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে কতজন মা মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৬ জন।
২৯ মে, ২০২৪
♦︎ 'The Origin and Development of Bangla Language' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়। (মৃত্যু: ২৯মে, ১৯৭৭)
♦︎ ২০২৩ সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত?
উত্তর: ৩০০ কোটি ৪৪ লাখ ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)
♦︎ সম্প্রতি বাংলাদেশের নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ 'ওরে বিহঙ্গ মোর' ভাস্কর্য কোথায় স্থাপন করা হয়?
উত্তর: জাপানের নাগাসাকি পিস পার্কে।
♦︎ বর্তমানে বাংলাদেশ কতটি দেশে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছে?
উত্তর: ১৩টি দেশে।
♦︎ বাংলাদেশের কতজন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন?
উত্তর: ৬ হাজার ৯২ জন। (নারী ৪৯৩ জন)
♦︎ বর্তমানে বাংলাদেশি সদস্যরা কতটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন?
উত্তর: ৯টি।
৩০ মে, ২০২৪
♦︎ সদ্য দায়িত্বপ্রাপ্ত র‍্যাবের মহাপরিচালক কে?
উত্তর: মো: হারুন আর রশিদ (১০ম)।
♦︎ অ্যাফেক্টিভ অ্যান্টি স্মোকিং পলিসি গ্লোবাল ইনডেক্স ২০২৪ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৪২তম।
♦︎ বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীদের জন্য বিশ্বব্যাংক কত টাকা অনুদান দিচ্ছে?
উত্তর: ৭০ কোটি ডলার। (দেশীয় মুদ্রায় ৮ হাজার ২২৫ কোটি টাকা)
♦︎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন কবে?
উত্তর: ৩০ মে, ১৯৮১।
৩১ মে, ২০২৪
♦︎ ব্যবসা পরিবেশ সূচক বা বিজনেস ক্লাইমেট ইনডেক্স ২০২৩-২৪ জরিপে বাংলাদেশের স্কোর কত?
উত্তর: ৫৮ দশমিক ৭৫।
♦︎ রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ কত?
উত্তর: ১ লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর। (সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
♦︎ ২০২২-২৩ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি মূল্যের পরিমাণ কত?
উত্তর: ১২২ কোটি ডলার।
♦︎ দেশের প্রথম 'যুদ্ধ শিশু' হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে?
উত্তর: মেরিনা খাতুন।
♦︎২০২৩-২৪ অর্থবছরে মোট কর অব্যাহতির প্রক্ষেপণ করা হয়েছে-
উত্তর: ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা।
♦︎২০২৪-২৫ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ কত রাখা হয়েছে?
উত্তর: ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

এই পোস্টটি শেয়ার করুন
গতকালের সেরা খবর
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url