সাধারণ জ্ঞানঃ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ (১০০% কমন)
মুক্তিযুদ্ধ নিয়ে সাধারণ জ্ঞান
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ অংশ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন এসে থাকে। ভর্তি প্রস্তুতি ও চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান খুবই প্রয়োজনীয় একটি বিষয়। কিন্তু এর থেকেও বড় সমস্যা সাধারণ জ্ঞানের সিলেবাস অনেক বড়।
ফলে নিশ্চিত কমন পাওয়া যাবে এমন টপিক পড়লে পরীক্ষার্থীদের অনেক উপকার হবে। কাজেই সাধারণ জ্ঞান পড়ার সময় সর্বপ্রথম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ অংশ কভার করলে পরীক্ষায় সুবিধা পাওয়া যাবে।
মুক্তিযুদ্ধের সেক্টর ও কমান্ডার সম্পর্কে
✪ ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সেগুলো সূত্র আকারে সহজে তুলে ধরা হলো।
❖ ১ নং সেক্টর এবং সেক্টর কমান্ডার
📌 ফেনী শহরের এক নাম্বার টার্মিনালে রফিক সড়কে জিয়াউর রহমানের বাচ রাখা আছে।
ফেনী, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ১ নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিলেন জিয়াউর রহমান ও রফিক।
📌 ফরিদ ভৈরব নদী থেকে দুইটি কুমির ধরে আখিকে দেখিয়ে ঢাক পিটিয়ে নোয়াখালী নিয়ে গেল।
সংশোধনীঃ ফরিদ > ফরিদপুর, ভৈরব, কুমির > কুমিল্লা, আখি > আখাউড়া, ঢাক > ঢাকা, নোয়াখালী। মুক্তিযুদ্ধের সময় এইগুলো ২নং সেক্টরের অধীনে ছিল।
📌 শফিউল্লাহ ও নুরুজ্জামান ৩ নাম্বার স্টেডিয়ামে হকি খেলছে।
সংশোধনীঃ হ > হবিগঞ্জ, কি > কিশোরগঞ্জ, এই জেলাগুলো ৩ নং সেক্টরের অধীনে ছিল। কমান্ডার ছিল মেজর শফিউল্লাহ ও মেজর নুরুজ্জামান।
📌 দত্তের চ্যানেল সিলেটের ৪ নং এলাকার শায়েস্তাগঞ্জ পর্যন্ত চলে গেছে।
মুক্তিযুদ্ধের সময় সিলেট, শায়েস্তাগঞ্জ ৪ নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিল সি আর দত্ত।
📌 শওকত আলী এখন সুময় কত? ৫টা
সংশোধনীঃ সু > সুনামগঞ্জ, ময় > ময়মনসিংহ মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৫ নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিল শওকত আলী।
📌 বাশার ছয় ঘণ্টায় রংপুর গিয়ে ঠাকুর কে প্রণাম করল।
সংশোধনীঃ রংপুর, ঠাকুর > ঠাকুরগাঁও।
মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৬ নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিল বাশার।
📌 নুরুজ্জামান সাত বউকে নিয়ে দিব পারা বাস করে।
সংশোধনীঃ দি > দিনাজপুর, ব > বগুড়া, পা > পাবনা, রা > রাজশাহী।
মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৭ নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিল কাজী নুরুজ্জামান।
📌 মুক্তিযুদ্ধের সময় মুজিব নগর ৮ নং সেক্টরের অধীনে ছিল।
# জলিল নয় মঞ্জুর দৌলতপুর নদীতে খুব বড় একটি সাপ দেখেছে।
সংশোধনীঃ খু > খুলনা, ব > বরিশাল, সা > সাতক্ষীরা, প > পটুয়াখালী, মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৯ নং সেক্টরের অধীনে ছিল এবং কমান্ডার ছিল আব্দুল জলিল ও এম এ মঞ্জুর।
📌 মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল ১০ নং সেক্টরের অধীনে।
📌 মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরের অধীনে ছিল টাঙ্গাইল জেলা।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ
📌 সূত্রঃ ভেফি ভাই মা ও বাবা পোলায়ে একটি কানা গরু পোসে।
Correction : ভে > ভেনিজুয়েলা, ফি > ফিজি, ভা > ভুটান, ই > ইরাক, মা > মালয়েশিয়া, বাবা > বার্বাডোজ, পোলায়ে > পোল্যান্ড, কানা > কানাডা, পো > পোল্যান্ড, সে > সেনেগাল।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ > ভেনিজুয়েলা।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ওশেনিয়ান দেশ > ফিজি।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ > ভুটান।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ > ইরাক।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ > মালয়েশিয়া।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ > পোল্যান্ড।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আমেরিকান দেশ > কানাডা।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপ দেশ > পোল্যান্ড।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ > সেনেগাল।
ভাষা আন্দোলন
# তমুদ্দিন মজলিস কী, কবে গঠিত হয় > সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ১৯৪৭ সালে
# ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল > সাপ্তাহিক সৈনিক পত্রিকা
# পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান > ধীরেন্দ্রনাথ দত্ত
# সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় > ১৯৪৮ সালে
# পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় > ১৯৫৬ সালে
# ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ছিল > বৃহস্পতিবার
# ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ > ৮ ফাল্গুন ১৩৫৯
# ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন > ফিরোজ শাহ
# ৫২-এর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন > নূরুল আমীন
# ৫২-এর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী > খাজা নাজিম উদ্দিন
# একুশের প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন’-এর রচয়িতা > জহির রায়হান
# একুশের প্রথম নাটক ‘কবর’-এর রচয়িতা > মুনীর চৌধুরী
# কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় > ২১ ফেব্রুয়ারি, ১৯৫৩ (কেন্দ্রীয় কারাগারে)
# ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন > অধ্যাপক আবুল কাশেম
# ১৯৫২ সালের আগে ভাষা দিবস হিসেবে পালিত হত > ১১ মার্চ
# ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন > রফিক
# ভাষা আন্দোলনে মোট শহীদ হন > ৮ জন
# ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় > ১৯৪৭ সালে
# ১৯৫২ সালে বাংলা ভাষার পক্ষে ভূমিকা রাখায় কোন পত্রিকাটি নিষিদ্ধ করা হয় > অবজারভার
# আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে প্রথম স্বীকৃতি দেয় > কানাডা
# তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলনবিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে > পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
# শহীদ মিনারের বড় স্তম্ভটি মূলত কিসের প্রতীক বহন করে > মায়ের
# ভাষা শহীদদের নিয়ে নির্মিত ভাস্কর্য > মোদের গরব
# একুশের প্রথম কবিতা > কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুবুল আলম)
# ভাষা আন্দোলনের প্রথম সংকলন > একুশে ফেব্রুয়ারি (সম্পাদক - হাসান হাফিজুর রহমান)
# ভাষা আন্দোলনভিত্তিক প্রথম চলচ্চিত্র > আলোর মিছিল (জহির রায়হান)
# ৫২-এর ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল > নতুন জাতীয় চেতনার
১৯৫৪, ৫৬, ৬৯, ৭০-এর নির্বাচন ও সংবিধান
# যুক্তফ্রন্ট গঠিত হয় > ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
# কত তারিখে গণপরিষদে পাকিস্তান শাসনতন্ত্র বিল উত্থাপিত হয় > ১৯৫৬ সালে
# দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয় > তাসখন্দ চুক্তি
# তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় > ১৯৬৬ সালে ১০ জানুয়ারি
# কারগিল যুদ্ধের মূল কারণ > কাশ্মীর নিয়ন্ত্রণ
# কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় > সিমলা
# ছয় দফা কী? > মুক্তির সনদ
# শেখ মুজিবকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় > ১৯৬৮ সালের ৩ জানুয়ারি
# আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল > ৩৫ জন
# আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় > ১৯৬৯ সালে ২২ ফেব্রুয়ারি
# শেখ মুজিবুর রহমানকে কবে, কোথায়, বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় > ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ রেসকোর্স ময়দানে
# শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন > তোফায়েল আহমেদ
# কেন্দ্রীয় ‘ছাত্রসংগ্রাম পরিষদ’ গঠিত হয় > ১৯৬৯ সালে
# আসাদ গেটের পূর্ব নাম > আইয়ুব গেট
# শেখ মুজিবুর রহমান কবে পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ > ১৯৬৯ সালে
# ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের নির্বাচিত মার্কা ছিল > হারিকেন
# গণতন্ত্রের মানসপুত্র বলে পরিচিত > হোসেন শহীদ সোহরাওয়ার্দী
# ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রণ্টের প্রতীক ছিল > নৌকা
# ঐতিহাসিক ছয় দফা কখন ও কোথায় উত্থাপন করা হয়েছিল > লাহোরে, ১৯৬৬ সালের ২৩ মার্চ
# ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা > প্রাদেশিক স্বায়ত্তশাসন
# ১৯৬৯ সালের গণ-আন্দোলনের সময় পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব দেন > জুলফিকার আলী ভুট্টো
# ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার ঘটনার স্মৃতিবিজড়িত স্থান > বিজয় কেতন
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
# কবে, কোথায় কে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন > ২ মার্চ, ১৯৭১ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুর রব
# ১৯৭১ সালের ৭ মার্চ কী বার ছিল > রবিবার
# ১৯৭১ সালের ২৬ মার্চ কী বার ছিল > শুক্রবার
# ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল > বৃহস্পতিবার
# ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল > বৃহস্পতিবার
# বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন > এম এ জি ওসমানী
# মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় > ১৯৭১ সালের ১০ এপ্রিল (স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়)
# শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন > সৈয়দ নজরুল ইসলাম
# মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন > আতাউল গণি ওসমানী
# মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন > তাজউদ্দীন আহমেদ
# মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন > শেখ মুজিবুর রহমান
# সায়মন ড্রিং কে? > ব্রিটিশ সাংবাদিক
# মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে > ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
# প্রথম শত্রুমুক্ত জেলা > যশোর, ৬ ডিসেম্বর ১৯৭১
# বুদ্ধিজীবী দিবস > ১৪ ডিসেম্বর
# বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন > ইন্দিরা গান্ধী
# মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন > শেখ মুজিবুর রহমান
# মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় > ১ ডিসেম্বর
# কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে > আদ্রে ময়রা
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে প্রথম পাকবাহিনী আক্রমণ করে > জহুরুল হক হল (পূর্বে ইকবাল হল নামে পরিচিত ছিল)
# চরমপত্র কী? > একটি কথিকা
# ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনীর সামরিক আগ্রাসনের নাম > অপারেশন সার্চলাইট
# বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার নাম > মুক্তিবার্তা
# মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা > ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৯ জন বীরউত্তম, ১৭৫ জন বীর-বিক্রম, ৪২৬ জন বীরপ্রতীক
# মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীরপ্রতীক > ডব্লিউ এস ওডারল্যান্ড (নেদারল্যান্ডস)
# সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম > শহীদুল ইসলাম (বীরপ্রতীক ১২ বছর)
# মুক্তিযুদ্ধের সময় সেতারা বেগম ও তারামন বিবি কোন সেক্টরের অধীনে ছিল > ৪ নং সেক্টর ও ১১ নং সেক্টর
# দেশের একমাত্র পাহাড়ি আদিবাসী বীরবিক্রম > ইউকে চিং
# যে সাহিত্যিক মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পান > আব্দুস সাত্তার
# মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর শাশ্বত বাংলা অবস্থিত > রংপুর
# মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লোকসংখ্যা ছিল > ৭ কোটি
# মুক্তিযুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত হয় > মিরপুর
# মুক্তিযুদ্ধের প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত > আব্দুর রব, প্রথম বীরবিক্রম {খন্দকার নাজমুল হুদা, প্রথম বীরপ্রতীক}
# প্রথম মুক্তিযুদ্ধ গবেষণা সেল স্থাপিত হচ্ছে > রাজশাহী
# সর্বশেষ বীর উত্তম স্বীকৃতি দেওয়া হয় > ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন।
# মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন > এম কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী-খন্দকার মোশতাক আহমেদ, অর্থ ও শিল্পমন্ত্রী > মনসুর আলী
# মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাজধানী হিসেবে পরিচিত ছিল > মেহেরপুর
# যুক্তরাষ্ট্রের NBC টেলিভিশন মুক্তিযুদ্ধের কোন প্রামাণ্যচিত্র নির্মাণ করে > রেপ অব বাংলাদেশ
# বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন > সিদ্ধার্থ শংকর
# স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল > চরমপত্র (উপস্থাপক - এম আর আকতার মুকুল, এটি একটি কথিকা)
# পদোগার্নির লেটার কোন যুদ্ধের সাথে জড়িত > বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
এই পোস্টটি শেয়ার করুন