এডমিশন টিউন https://www.admissiontune.com/2022/03/medical-admission-question.html

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২-২০২৩ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতে চান এটি তাদের জন্য সহায়ক হবে। 
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, Medical Admission Test Question

প্রশ্ন এখন আমরা টাইম করে শেষ করতে পারিনি। অনুগ্রহ করে একদম নিচে ক্রল করে ছবিতে থাকা প্রশ্নগুলো দেখে নিও। এগুলো ২০২২-২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। টাইপ করা শেষ হওয়া মাত্রই আমরা প্রশ্ন পাবলিশ করবো। 

জীববিজ্ঞান | মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২-২০২৩

১. যকৃতের কোন খন্ডে পিত্তথলি?  
- ডান খন্ডে
২. বহিঃক্ষরা গ্রন্থি নয় কোনটা? 
- থাইরয়েড
৩. গবলেট কোষ কোথা থেকে ক্ষরিত হয়? 
- মিউকোসা
৪. হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে?
- লুপিং
৫. অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না?
- টায়ালিন
৬. মাথার খুলিতে কয়টি অস্থি থাকে?
- ২৯
৭. গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়?  
- পিটুইটারিই হবে (তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)
৮. ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটি? 
- হিমোসাইট
৯. কোনটি Attenuated vaccine টিকা?  
- BCG
১০. কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়?  
- মনোসাইট থেকে
১১. শ্যাওলাগুলোর Algae অযৌন জনন কোনটি দ্বারা সম্পন্ন হয়?
- স্পোর
১২. কোনটিতে কুড়ি তৈরি হয় 
- গোলাপ
১৩. প্রশ্বাসের বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ 
- ০.০৪%
১৪. কম তাপমাত্রায় সংরক্ষিত হয়? 
- রাইজোম, বাল্ব (অপশনে দুইটিই ছিল)
১৫. গলগি বডি কোনটা সংশ্লেষ করে না?
- রাইবোজোম
১৬. ইন্সুলিন কিভাবে তৈরি হয়?
- রিকোম্বিনেন্ট ডিএনএ টেকনোলোজি  
১৭. ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়?
- মাইট্রোকন্ড্রিয়া
১৮. মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে?
- ৪৪
১৯. আমিষ পরিপাকের এনজাইম এর নাম কী? 
- পেপসিন
২০. প্রাণিজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি?
- আর্থোপোডা
২১. ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ করে কোনটি? 
- ইন্টারফেরন
২২. পানিতে অদ্রবণীয় প্রোটিন কোনটি 
- গ্লুটেলিন
২৩. ভ্রূণে লোহিত রক্তকণিকা সমূহ কোথায় তৈরি হয়? 
- প্লীহা
২৪. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?
- কাইটিন
২৫. নিচের কোনটি ফসফোলিপিড?
- লেসিথিন
২৬. নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল কোনটি?
- হিপনোটক্সিন
২৭. অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে কোন প্রক্রিয়ায়?
- ব্যাপন প্রক্রিয়ায়
২৮. রক্তের প্রকৃতি কেমন?
 -  সামান্য ক্ষারীয়
২৯. উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন
- NO3-
৩০. অস্থি ও পেশির জোড়া লাগায় কে?
- টেনডন

রসায়ন | মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩

১. ডিনামাইট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? 
- নাইট্রোগ্লিসারিন
২. রক্তের বাফার কোনটি? 
- NaHCO3 ও H2CO3
৩. Fe নলে অ্যাসিটিলিন থেকে কী উৎপন্ন? 
- বেনজিন
৪. ঋণাত্নক প্রভাবক কোনটি? 
- গ্লিসারিন
৫. কোনটার ব্যসার্ধ সবথেকে ছোট? 
- Be2+ (এই জাতীয় প্রশ্ন অপশন ছাড়া মুখস্ত করবে না)
৬. ভূপৃষ্ঠে কোনটির পরিমাণ সবথেকে বেশি? 
- Al
৭. কোনটি সহজে বিক্রিয়া করে না? 
- Au
৮. কোন অক্সাইড পানিতে মিশালে সবথেকে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে?  
- P2O5
৯. কোনটির d অরবিটলে ইলেকট্রন আছে?  
- Sc
১০. কোনটার তরঙ্গদৈর্ঘ্যে বেশি? 
- TV
১১. অসম্পূর্ণ দহনে কোনটি তৈরি হয়? 
- CO
১২. সাইট্রিক এসিডের pH কত? 
- 3.14
১৩. কয়লাজন্য কোনটি ক্ষতিকারক ?  
- সালফার
১৪. কোনটার প্রবেশতা বেশি?
- গামা
১৫.ফটোক্যামিকাল স্মোকে কোনটি থাকে না?
- CFC
১৬.শুষ্ক H2 এর চাপ কত? 
- 101.325 kPa
১৭. 100° C এ H2O এর বাষ্পচাপ 
- 760 mmHg
১৮. দুইটি পরমানুর মধ্যে ইলেকট্রন সমান হলে কোন বন্ধন হবে?  
- সমযোজী বন্ধন 
১৯. কোনটার গলনাংক কম? 
- AgI
২০. 0.1 M HCl পরিমাপে কোনটি ব্যবহৃত হবে? 
- মেজারিং সিলিন্ডার হবে (পরিমাপ বলা তৈরি না)
২১. ১ মোল CH3OH এ কয়টা পরমাণু থাকে? 
- 3.6x1024 (পরমাণু বলছে অণু না)
২২. 500ml 0.5M HCl থেকে 0.1M কত ml HCl তৈরি করা যাবে? 
-  2500 ml
২৩. সমবায় বন্ধনে ইলেকট্রনগুলোর মধ্যে কোনটির আকর্ষণ সবথেকে বেশি? 
- Br 
২৪. দুধে নিচের কোন disacchiride থাকে? 
- ল্যাক্টোজ
২৫. কোনটার pH বেশি সব থেকে বেশি? 
- 0.1M H2CO3

পদার্থবিজ্ঞান | মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন pdf

১. সরল দোলকের সর্বোচ্চ কোন কত ডিগ্রি? 
- ৪ ডিগ্রী
২. নিউট্রন তারকা পরিণত হয় কিসে? 
- ব্লাকহোল
৩. আলোর দ্রুতিতে বস্তু চললে ওজন কত হবে? 
- অসীম
৪. ৭৫ কেজি ব্যক্তির চাঁদে ভর কত?  
- ৭৫ কেজি
৫. 200V-40W বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে?  
- 0.2 A
৬. 15W কাজ সমান 
- ১ সেকেন্ডে ১৫ জুল
৭. বল ও স্থানচূত্যির মধ্যে কোণের পরিমাণ ০ ডিগ্রি হলে কাজ হবে 
- সর্বোচ্চ
৮. শিশিরাঙ্ক হলো 
- তাপমাত্রা
৯. বেগ ১২ ms-1 ও ভর 10 Kg হলে গতিবেগ হবে -  
- 120
১০. বস্তুর কোন বৈশিষ্ট্য পাইরোমিটারে ব্যবহৃত হয়? 
- বিকিরণ
১১. AC to DC রূপান্তর করে কোনটি?
- ডায়োড
১২. স্থির তাপমাত্রায় কোন প্যারামিটার ধ্রুব থাকে? 
- গতিবেগ শক্তি
১৩. কোন বস্তুকে উপরে উঠাতে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে? 
- মধ্যাকর্ষণ
১৪. কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রাবতার সীমা বলে? 
- Odb
১৫. স্কেলার কোয়ান্টিটি আর গ্র্যাডিয়েন্ট এর সম্পর্ক কোনটি? 
- সমানুপাতিক
১৬. ধুলা মেঘে হাইড্রোজেন এর পরিমাণ হলো 
- ৭৫%
১৭. ভর 2 কেজি, উচ্চতা 10 মি, ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে? 
- সঠিক উত্তর অপশনে ছিল না
১৮. সূর্যোদয়ের দিকে ১২ কিমি যাওয়ার পর উত্তর দিকে ৫ কিমি গেলে, স্থানচ্যূতি কত?
- ১৩ কিমি
১৯. পরমাণুর ব্যাস কত? 
-10^-8 সে.মি.
২০. এক্টিভেশন শক্তি নির্ণয়ে কোনটা সহায়ক কোনটি?  
- সংঘর্ষের হার 

English | Medical Admission Test Question 2023

1. Are you an early riser? here early
- adjective
2. Correct Spelling 
- sovereignty
3. Look (up) the word in the dictionary. 
4. Synonym of unwavering 
- steady
5. You have to cut (down) your expenditure
6. Correct Spelling 
- entrepreneur
7. Synonymous pair: 
- acclimatize -accustom
8. Masculine of bee: 
- drone
9. Passive of who taught you english 
- By whom were you taught english?
10. Bizarre antonym
- Normal
11. A teacher not only teaches us but also discovers the talent hidden ___ each students. 
- in
12. I have not heard from him 
- for long/ for a long time.
13. I am glad at your result.
14. Laud antonym 
- abhor
15. Present participle of ” I have just seen Mithila” 
- Blank

সাধারণ জ্ঞান | মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন 

১. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিমি? 
- ৬.১৫ কি.মি
২. স্বাধীনতার পর ১ম ভাস্কর্য কোনটি? 
- জাগ্রত চৌরঙ্গী
৩. সাবাস বাংলাদেশ ভাস্কর্যের নির্মাতা কে? 
- নিতুন কুন্ডু 
৪. ১ম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 
- ৭ই মার্চ, ১৯৭৩
৫. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়?  
- ১৯৯৯
৬. ১০ নং সেক্টর ছিল?
- নৌ কমান্ডো সেক্টর
৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় 
- ভূটান
৮. একমাত্র বিদেশী বীর প্রতীক কে ছিলেন? 
- ওয়াডারল্যান্ড
৯. নৌপথে চালানো অপারেশন 
- অপারেশন জ্যাকপট
১০. জাতীয় স্মৃতিসৌধের ভাস্কর 
- মাইনুল হাসান

এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩

এখানে ০৩ নম্বর প্রশ্নের উত্তরটি Need হবে। এরকম আরও কোন ভুল থাকলে কমেন্ট করে জানাও।
সবার সাথে শেয়ার করুন
এই পোস্টে 2 জন কমেন্ট করেছেন

এডমিশন টিউন কী?