এডমিশন টিউন https://www.admissiontune.com/2024/04/prizebond-checker.html

১ মিনিটে সকল প্রাইজবন্ড চেক করুন | Prize Bond Checker

Prize Bond Checker সম্পর্কে আমরা অনেকে জানি না কিন্ত সবার বাসায়ই প্রাইজবন্ড থাকে। আমরা জন্মদিন, বিয়ে বা কোন আর্থিক পুরুস্কার হিসেবে প্রাইজবন্ড পেয়ে থাকি। 

প্রাইজবন্ড চেকার, প্রাইজবন্ড ড্র, Prize Bond Checker

১ মিনিটে বাসায় পরে থাকা বিগত ২ বছরের সকল বন্ডের ফলাফল চেক করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেই দারুণ এই টোটকা। 

প্রাইজ বন্ড চেকার | Prize Bond Checker

১. এটি দেখার জন্য আপনাকে প্রথমে এই লিঙ্কে যেতে হবে। এটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের Prize Bond Checker লিংক। তবে ওয়েবসাইটে সরাসরি প্রাইজবন্ড চেকার নামে কোন অপশন না থাকায় অনেকেই খুঁজে পায় না। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি নিচের ছবির মতো উইন্ডো দেখতে পাবেন।

২. আপনার কাছে প্রাইজবন্ডের সংখ্যা বেশি হলেও সবগুলো একই সাথে ইনপুট দিয়ে চেক করতে পারবেন। তবে নাম্বারগুলো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।আপনার প্রাইজবন্ডগুলোর নাম্বার যদি সিরিয়াল অনুযায়ী থাকে যেমনঃ 1111-1199 অর্থাৎ পর পর সংখ্যা আকারে সাজানো থাকলে।তবে নিচের ছবির (২) মতো লিখে সার্চবারে গিয়ে নম্বরের মাঝে এই চিহ্ন (~) দিতে।সার্চ করার সময় সিরিয়াল নম্বরের আগের যে বিভাগ দেওয়া থাকে সেটি দিবেন না। শুধু নম্বর দিয়ে সার্চ করতে হবে।

৩. যদি প্রাইজবন্ডগুলো সিরিয়াল অনুযায়ী না থাকে অর্থাৎ 1111, 2222, 3333 এই জাতীয় এলোমেলো সিরিয়াল নম্বর থাকে তবে প্রতিটি নম্বরের পরে , কমা ব্যবহার করবেন। 


৪. এভাবে সার্চ করার পর যদি আপনার প্রাইজবন্ড না মিলে তবে No Match Found for Searched numbers. এই ম্যাসেজটি প্রদর্শন করবে।আর যদি আপনার প্রাইজবন্ড ড্র এর ফলাফলে পুরুস্কার পেয়ে থাকেন তবে Congratulation! 1 match found এই ম্যাসেজটি দেখতে পাবেন এবং এর নিচে কততম পুরষ্কার পেয়েছেন তার বিস্তারিত জানতে পারবেন।চাইলে আপনারা সর্বশেষ ড্রতে পুরষ্কার প্রাপ্ত কোন prize bond এর নম্বর দিয়ে চেক করতে পারেন।


৫. এবার আসি আপনি কীভাবে ড্র এর দিনক্ষণ সম্পর্কে আপডেট থাকবেন এবং পুরুস্কার দাবি কীভাবে করবেন। Prize bond বছরে চারবার ড্র হয়। 

এগুলো হলোঃ 31 Januray, 30 April, 31 July ও 31 October। মনে রাখবেন এই দিন ড্র অনুষ্ঠিত হয় আপনি এর ২/৩ দিন পরে একই লিংকে গিয়ে বা পত্রিকায় জানতে পারবেন।প্রাইজবন্ডের পুরস্কার দাবি করার জন্য এই ফর্মটি ডাউনলোড করতে হবে। 

তবে মনে রাখবেন পুরুস্কার দাবির সময়সীমা ২ বছর। এরপরে আপনি ১ম পুরুস্কার পেলেও অযোগ্য বিবেচিত হবেন। আর আপনার প্রাপ্ত পুরুস্কারের উপর ২০% টাকা আয়কর বাবদ সরকার কেটে রাখবে। 

৬. এই অংশটি অবশ্যই পড়বেন।এখানে আমার পরামর্শ থাকবে Prize Bond কেনার সময় পুরাতন প্রাইজবন্ড কিনবেন কারণ নতুন প্রাইজবন্ডের সিরিয়াল নম্বর ড্রতে যেতে কিছুটা সময় লাগে। 

আর একটানা সিরিয়াল অনুযায়ী না কিনে কিছুটা পর পর সিরিয়ালের কিনবেন। আরেকটা ট্রিক কাজে লাগাতে পারেন নিচের পিকচারে দেখতে পাচ্ছেন আমি যে নম্বরগুলো সার্চ করেছি সার্চবারে ক্লিক করা মাত্র সেগুলো প্রদর্শিত হচ্ছে।

যদি আপনি যেদিন সার্চ করবেন সেই দিনের সার্চ হিস্ট্রি,কুকিজ এগুলো ডিলিট না করেন এবং একই ইমেইল আইডি দিয়ে ব্রাউজারে লগ ইন থাকেন তাহলে ১০০ বছর পর হলেও সার্চবারে ক্লিক করা মাত্র পূর্বের নম্বর এভাবে দেখাবে। 

এছাড়া যাদের প্রাইজবন্ডের সংখ্যা বেশি তারা কোথাও নম্বরগুলো লিখে রাখতে পারেন যাতে পরে কপি পেষ্ট করা যায়।

পরামর্শ ও সমস্যা সমাধান

বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইট কিছু দিন পর পর আপডেট করে থাকে। আমরা এই পোষ্টটি লিখার সময়ও নতুন আপডেট এসেছিল যার ফলে আবার নতুন করে লিখতে হয়েছে। ঝামেলাবিহীনভাবে প্রাইজবন্ড চেক করতে চাইলে পটেনশিয়াল আইটি প্রাইজবন্ড চেকার ব্যবহার করতে পারেন।

এমনও অনেকে আছেন যারা এখনও বাসায় পরে থাকা অনেক প্রাইজবন্ড চেক করেননি। আবার অনেকে গুগল প্লে ষ্টোরে প্রাইজবন্ড চেকার অ্যাপ লিখে সার্চ দিয়ে ড্র এর ফলাফল চেক করতে চান (সকল অ্যাপসগুলোই আমার শেয়ার করা পদ্ধতি অনুসরণ করে আপনাদের থেকে টাকা নিয়ে থাকে। কারণ বাংলাদেশ ব্যাংক তাদের সাথে বন্ডের সিরিয়াল নম্বর শেয়ার করে এমন কোন কথা পলিসিতে বলা নেই।)। 

তাছাড়া ফেসবুকে অনেকে গ্রুপ খুলেও ড্র এর ফলাফল চেক করার নাম দিয়ে টাকা আদায় করে থাকে। আমি নিজেও এসব সব তথ্য-উপাত্ত চেক করেই আজকের পোষ্টটি লিখেছি। কাজেই যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তবে আমাদের প্রাইজ বন্ড চেকার পোস্টটি বুকমার্ক করে রাখতে পারেন।  
সবার সাথে শেয়ার করুন
এই পোস্টে 11 জন কমেন্ট করেছেন
  1. Prize bond draw live telecast (tv) kora jay kina? draw ki 1 ti kore number tule hoy naki sob number ek bar a tola hoy

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লাইভ টেলিকাস্ট করা হয় না। প্রাইজবন্ড ড্রয়ের পুরো কাজ বাংলাদেশ ব্যাংক তদারক করে। এখানে কোন দুর্নীতির সুযোগ নেই। তবে নতুন আপনি কেনার সময় ব্যাংকে বলবেন পুরাতন প্রাইজবন্ড দিতে। নতুন প্রাইজবন্ড মিলতে অনেক সময় লাগে।
      ড্র একটি করে নাম্বার তুলে হয়।

      মুছুন
  2. অনেকধন্যবাদ।

    উত্তরমুছুন
  3. আমার টা ত ম্যাচিং দেখাইসে কিন্তু বিস্তারিত জানব কি করে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি যদি প্রাইজবন্ড পেয়ে থাকেন তবে বাংলাদেশ ব্যাংক প্রদত্ত ফর্ম পূরণ করে যেকোনো সরকারি ব্যাংকে (সোনালী, অগ্রণী, রূপালী) যেতে হবে। ফর্মটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যদি না পান বা কোন সমস্যা হয় ওয়েবসাইট এর নিচে ফেসবুক আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিন।

      মুছুন
  4. আমি গত তিন দিন আগে ৫০টা কিনেছি
    কিন্তু এখনো এগুলো পায়নি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৩ দিন আগে কিনলে আপনার নাম্বারগুলো পরবর্তী লটারিতে যোগ হবে। অর্থাৎ আপনার প্রাইজ বন্ডের নাম্বারগুলো ৩০ এপ্রিল ড্রতে আসবে। এক্ষেত্রে আপনি ১/২ মে আমাদের বলা পদ্ধতিতে প্রাইজ বন্ড ড্র ২০২২ ফলাফল মিলাতে পারেন।

      মুছুন
  5. আমি ২০০৫ সালে কিনেছিলাম কিন্তু একবার ও মিলিয়ে দেখি নাই, এখন কি এটা মিলিয়ে দেখতে পারব??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি ২০০৫ সালে কিনে থাকেন তাহলে আপনি ২০২০ সাল থেকে যে ড্র হয়েছে সেখানে যদি পুরুস্কার পান সেটি দাবি করতে পারবেন। এর পূর্বে পেয়ে থাকলেও সেটি দেখাবে না। আপনি চেক করে দেখুন দ্রুত। পুরানো প্রাইজ বন্ড পাওয়ার সম্ভবনা বেশি থাকে।

      মুছুন
  6. আপনাদের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার চাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দয়া করে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। লিংকঃ https://www.facebook.com/admissiontune

      মুছুন

এডমিশন টিউন কী?