এডমিশন টিউন https://www.admissiontune.com/2022/10/ndc-adission-circular.html

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩। নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ তাদের অফিসিয়াল ওয়েবসাইট ndc.edu.bd - এ প্রকাশিত হবে। 
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি
সকল কলেজে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এরপর কলেজগুলো তাদের নিজ নিজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে ভর্তির জন্য সকল শিক্ষার্থীদের xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। এই পোস্টে নটরডেম কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও ভর্তি সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।

নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নটরডেম কলেজ সহ ৪টি কলেজে ভর্তি প্রক্রিয়া পৃথকভাবে পরিচালিত হবে। অর্থাৎ এই কলেজগুলো অন্যান্য কলেজের মত নয়। একটি এডমিশন পরীক্ষার মাধ্যমে নটরডেম কলেজের জন্য ছাত্রদের বাছাই করা হবে।
আবেদন শুরু: ০৭ ডিসেম্বর ২০২২
আবেদনের শেষ : ১২ ডিসেম্বর ২০২২
আবেদনের ফি : ৩০০ টাকা
আবেদন লিংক: ndc.edu.bd

নটরডেম কলেজে ভর্তির যোগ্যতা ২০২২-২০২৩

আগ্রহী শিক্ষার্থীদের ২০২২ সালে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে।
বিভাগ জিপিএ বিভাগ পরিবর্তন
বিজ্ঞান ৫.০০ বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে হলে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে ।
মানবিক ৩.০০ প্রযোজ্য নয়।
ব্যবসায় শিক্ষা ৪.০০ বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে ভর্তি হতে হলে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে।

আসনসংখ্যা | আবেদন লিংক

নটরডেম কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছর কলেজটিতে সাড়ে তিন হাজার আসন রয়েছে।
বিভাগ মোট আসনসংখ্যা
বিজ্ঞান বিভাগ - বাংলা মাধ্যম ১৮০০
বিজ্ঞান বিভাগ-ইংরেজি মাধ্যম ৩০০
মানবিক বিভাগ ৪১০
ব্যবসায় শিক্ষা বিভাগ ৭৬০

এনডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

নটরডেম কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইন আবেদনের মাধ্যমে শুরু হবে। ভর্তি পরীক্ষার আবেদন করতে https://ndc.edu.bd ওয়েবসাইটে যেতে হবে এবং ৭ ডিসেম্বর  থেকে ১২ ডিসেম্বর ২০২২ রাত ১২টার মধ্যে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন। 

নিচে নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ বিজ্ঞপ্তি সংযুক্ত করা হয়েছে। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নাও। 
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

নটরডেম কলেজ আবেদন পদ্ধতি | ভর্তির আবেদন ফি

প্রবেশপত্রে উল্লেখিত তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নটরডেম কলেজে ভর্তি আবেদন করতে চান তবে আপনাকে ndc.edu.bd এই লিংকে যেতে হবে। নটরডেম কলেজে ভর্তির নিয়ম কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। ভর্তির আবেদন ফি (অফেরতযোগ্য) হল ৩০০ টাকা। আপনাকে রকেটের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। 

আবেদনকারীরা আবেদন বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে আবেদন ফি প্রদানের সুযোগ পাবেন। আপনি যদি আপনার যাচাইকরণ প্রক্রিয়ার ফলাফল পরিবর্তন করেন, তাহলে ভর্তির জন্য আবেদন করার জন্য আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কলেজের সাথে যোগাযোগ করতে হবে।

নটরডেম কলেজ ভর্তি ফলাফল | নটরডেম কলেজ ভর্তি ২০২২

ভর্তি পরীক্ষার সম্পূর্ণ হওয়ার পর নটরডেম কলেজ কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করবেন। নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের পাশাপাশি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। সবার আগে ফলাফলের আপডেট পেতে এডমিশন টিউন ব্লগে নজর রাখুন। 

নটরডেম কলেজ ভর্তি গাইড pdf download

নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাহিরে দেওয়া হয় না। যার ফলে ভর্তি গাইডে থাকা প্রশ্নগুলো অনুমান ভিত্তিক হয়ে থাকে। নিচে আমরা নটরডেম কলেজ ভর্তি গাইডের নাম দিচ্ছি:-
  • এক্সসেপ্‌শন নটর ডেম কলেজ ভর্তি গাইড : প্লাস সেন্ট যোসেফ ও হলি ক্রস কলেজ  (বিজ্ঞান বিভাগ) – মূল্য ২৪০ টাকা
  • নেক্সাস নটরডেম, হলিক্রস ও সেন্ট যো্সেফ কলেজ ভর্তি গাইড (বিজ্ঞান বিভাগ) – মূল্য ৩৩০ টাকা
  • এক্সিলেন্ট নটর ডেম, হলি ক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি গাইড (বিজ্ঞান বিভাগ) – মূল্য ২৪৮ টাকা
সবার সাথে শেয়ার করুন
এই পোস্টে 0 জন কমেন্ট করেছেন

এডমিশন টিউন কী?