১০-৪০তম BCS-এ বানান থেকে আসা প্রশ্ন (ব্যাখ্যাসহ)

১০-৪০তম BCS-এ বাংলা বানান (শুদ্ধ-অশুদ্ধ নির্ণয়) থেকে আসা প্রশ্ন (ব্যাখ্যাসহ)

১০-৪০তম BCS-এ বানান থেকে আসা প্রশ্ন (ব্যাখ্যাসহ),মুমূর্ষু, সৌজন্য, মুহুর্মুহু, সমীচীন, আষাঢ়, শুচিস্মিতা, শুশ্রুষা, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, স্বায়ত্তশাসন, ঐকতান, বানান থেকে আসা প্রশ্ন, BCS বানান, বিসিএস বাংলা, বিসিএস বানান

০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]; শুদ্ধ বানান 'মুমূর্ষু' শব্দটির অর্থ মরণাপন্ন বা মরণোম্মুখ (মুমূর্ষু অবস্থা)।

০২। কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]
০৩। কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম];পাষাণ - (১) [বিশেষ্য পদ] পাথর; তুলাদন্ডের দুই পাল্লা সমান করবার পাথর বা বাটখারা। (২) [বিশেষণ পদ] প্রস্তরবৎ, নিষ্ঠুর, কঠিন (পাষাণ হৃদয়)।
০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ - হাতি/ হাতী। [১৩তম];হাতি, হাতী - [বিশেষ্য পদ] হস্তী, বারণ, কুঞ্জর, (ব্যঙ্গে) অতিশয় স্থূলকায় ব্যক্তি
০৫। কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম];বিভীষিকা - [বিশেষ্য পদ] ভয়জনক দৃশ্য, ভয়প্রদর্শন, ভীষণ ভয়, আতঙ্ক।

০৬। শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]; মুহুর্মুহু /অব্যয় পদ/ বারংবার।
০৭। কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]; সমীচীন
 - [বিশেষণ পদ] সঙ্গত, যথার্থ, উচিত, উপযুক্ত, ন্যায়সঙ্গত।
০৮। কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]; শুশ্রূষা
 - বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. শ্রূ + সন্ + অ + আ] । ̃ কারী (-রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক।
০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]  

১০। কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশনই ভুল ছিল)। [২১তম]; শুদ্ধ বানান 'শুচিস্মিতা'। যার অর্থ মৃদু ও নির্মল হাসিযুক্ত।

১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। [২৩তম]
১২। কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]
১৩। কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]; নিশীথিনী
 - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।

১৪। কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]; ক, খ, গ, ঘ পরে থাকলে বাংলা বানানের নিয়ম অনুসারে পদের অন্তঃস্থ 'ম্' স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন -অহংকার, ভয়ংকর, সংগীত ইত্যাদি। বিকল্পে 'ঙ' লেখা যাবে। ক্ষ -এর পূর্বে সর্বত্র 'ঙ' হবে। যেমন - আকাঙক্ষা
১৫। কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]
১৬। কোন বানানটি শুদ্ধ - পিপীলিকা। [৩৩তম]; কিছু গুরুত্বপূর্ণ
 শুদ্ধ বানানঃ- ১/  মুমূর্ষু ২/  মুহূর্ত ৩/  শুশ্রূষা ৪/  অভ্যন্তরীণ ৫/  দধীচি ৬/  বীণাপানি ৭/  নিরীহ ৮/ ছান্দসিক ৯/  একান্নবর্তী 

১৭। কোনটি শুদ্ধ বানান - শ্বশুর। [৩৫তম]
১৮। কোন বানানটি শুদ্ধ - প্রতিযোগিতা। [৩৫তম]
১৯। নিচের কোন বানানটি শুদ্ধ - মনীষী। [৩৫তম]; মনীষী - (১) [বিশেষণ পদ] তীক্ষ্ণধী, বুদ্ধিমান্‌। (২) [বিশেষ্য পদ] বিদ্বান্‌ বা পন্ডিত ব্যক্তি। [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) মনীষিণী।

২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' -এর ব্যবহার হয়েছে - প্রবণ। [৩৬তম]
২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ - নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]; (ক) অপশনের সবগুলো বানানই অশুদ্ধ। শুদ্ধরুপ : নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব। অন্যদিকে (খ) অপশনের অনূর্বর ও (গ) অপশনের ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধরুপ যথাক্রমে - অনুর্বর ও ভুঁড়িওয়ালা । (ঘ) অপশনের সবগুলো বানানই শুদ্ধ।

২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ। [৩৮তম]; প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধরুপ যথাক্রমে  শ্বন +য = শূন্য,  পূ + উন্য = পুণ্য ও   ও ভূ +অন =ভুবন । এই তিনটি শব্দই সংস্কুত কৃৎ প্রত্যয় যোগে গঠিত।
২৪। কোনটি শুদ্ধ বানান - প্রোজ্জ্বল। [৪০তম]

২৫। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন - যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা; প্রশ্নোল্লিখিত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো - ভবিষ্যত- ভবিষ্যৎ, ভৌগলিক- যক্ষ্মা-যক্ষা, আভ্যন্তর-অভ্যন্তর, ঐক্যতান- ঐকতান, কেবলমাত্র-কেবল, উপরোক্ত- উপর্যুক্ত। উল্লেখ্য, অন্য শব্দগুলো শুদ্ধ এবং 'জন্মবার্ষিক' শব্দের শব্দরুপ নেই।

শেয়ার
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url