এডমিশন টিউন https://www.admissiontune.com/2021/09/ssc-exam-routine.html

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২: SSC Routine 2022 PDF Download

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ পিডিএফ আকারে প্রকাশিত হয়েছে। এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২২ সকল বোর্ড একযোগে প্রকাশ করেছে। আজকে সকল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 
ssc-exam-routine

এসএসসি রুটিন ২০২২ পিডিএফ ডাউনলোড 

শিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২২ এবং এটি শেষ হবে ০১ অক্টোবর (ব্যবহারিক পরীক্ষা বাদে)। আপনারা জেনেছেন ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ২৬ জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অতঃপর শিক্ষা মন্ত্রাণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুমোদনের পর ৩১ জুলাই ২০২২ তারিখে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

এসএসসি পরীক্ষার তারিখ ও সময়

এসএসসি পরীক্ষা ২০২২ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবছর বিকালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

সকল পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাদরাসা ও কারিগরিতে আরও দুই দিন পর এসএসসি পরীক্ষা শেষ হতে পারে। এক্ষেত্রেও শুধু সকালে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। পরীক্ষাকেন্দ্রে অবশ্যই ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের পর প্রবেশ করে তবে গেটে রেজিস্টার খাতায় বিলম্বের কারণ উল্লেখ করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য মূল সময়ের সাথে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

⌛ সকাল ১১.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

  • সকাল ১০:৩০ মি. অলিখিত উত্তরপত্র (সৃজনশীল প্রশ্নের জন্য) ও বহুনির্বাচনির OMR শিট বিতরণ করা হবে।
  • সকাল ১১:০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে।
  • সকাল ১১:১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২

আমরা ইতোমধ্যে জেনেছি যে এসএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন প্রকাশিত হয়েছে। একই সাথে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের দাখিল পরীক্ষা ২০২২ এর রুটিন প্রকাশ করেছে। দাখিল পরীক্ষা রুটিন ২০২২ অনুসারে ১৫ সেপ্টেম্বর শুরু  হয়ে শেষ হবে ০৩ অক্টোবর তারিখে। ফলে বুঝা যাচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা একযোগে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এসএসসি ও দাখিল পরীক্ষার রুটিন ২০২২ পিডিএফ আকারে শেয়ার করে হয়েছে। তাছাড়া নিচে আমরা এসএসসি পরীক্ষা ২০২২ রুটিন তুলে ধরেছি। 

এসএসসি পরীক্ষার রুটিন সকল বিভাগ

বিষয় পরীক্ষার তারিখ সময়
Bangla 1st paper 15 September 2022 11:00 am to 1:00 pm
Bangla 2nd paper 17 September 2022 11:00 am to 1:00 pm
English 1st paper 19 September 2022 11:00 am to 1:00 pm
English 2nd paper 20 September 2022 11:00 am to 1:00 pm
Math 22 September 2022 11:00 am to 1:00 pm

এসএসসি পরীক্ষার রুটিন বিজ্ঞান বিভাগ

বিষয় তারিখ সময়
Physics 24 September 2022 11:00 am to 1:00 pm
Chemistry 26 September 2022 11:00 am to 1:00 pm
Higher Math 1 October 2022 11:00 am to 1:00 pm
Biology 28 September 2022 11:00 am to 1:00 pm

এসএসসি পরীক্ষার রুটিন ব্যবসায় শিক্ষা বিভাগ

বিষয় তারিখ সময়
Finance and Banking 24 September 2022 11:00 am to 1:00 pm
Business Entrepreneurship 26 September 2022 11:00 am to 1:00 pm
Accounting 29 September 2022 11:00 am to 1:00 pm

এসএসসি পরীক্ষার রুটিন মানবিক বিভাগ

বিষয় তারিখ সময়
History of Bangladesh & World civilization 24 September 2022 11:00 am to 1:00 pm
Civics and Citizenship 26 September 2022 11:00 am to 1:00 pm
Economics 28 September 2022 11:00 am to 1:00 pm
রুটিন ডাউনলোড করুন

এসএসসি পরীক্ষার মানবন্টন ২০২২ 

এসএসসি পরীক্ষা ২০২২ এর সময় ও নম্বর বিভাজন অনুসারে প্রতিটি বিষয়ে পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। এরমধ্যে ১৫ মিনিট বহুনির্বাচনী ও ১ ঘণ্টা ১৫ মিনিট লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে। নিচে তা বিস্তারিত আকারে তুলে ধরা হলোঃ
বিষয়ের নাম প্রশ্নপত্রে থাকবে পরীক্ষার্থীকে উত্তর দিতে হবে
MCQ CQ MCQ CQ
পদার্থবিজ্ঞান ২৫টি প্রশ্ন ৮টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৪টি প্রশ্নের
রসায়ন ২৫টি প্রশ্ন ৮টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৪টি প্রশ্নের
উচ্চতর গণিত ২৫টি প্রশ্ন ৮টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৪টি প্রশ্নের
জীববিজ্ঞান ২৫টি প্রশ্ন ৮টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৪টি প্রশ্নের
হিসাববিজ্ঞান ৩০টি প্রশ্ন ১১টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৩টি প্রশ্নের
ব্যবসায় উদ্যোগ ৩০টি প্রশ্ন ১১টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৩টি প্রশ্নের
ফিন্যান্স ও ব্যাংকিং ৩০টি প্রশ্ন ১১টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৩টি প্রশ্নের
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩০টি প্রশ্ন ১১টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৩টি প্রশ্নের
ভূগোল ও পরিবেশ ৩০টি প্রশ্ন ১১টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৩টি প্রশ্নের
পৌরনীতি ও নাগরিকতা ৩০টি প্রশ্ন ১১টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৩টি প্রশ্নের
অর্থনীতি ৩০টি প্রশ্ন ১১টি প্রশ্ন যেকোনো ১৫টি প্রশ্নের যেকোনো ৩টি প্রশ্নের
শারীরিক শিক্ষা পরবর্তীতে জানানো হবে

এসএসসি পরীক্ষা ২০২২ নির্দেশনা

এসএসসি পরীক্ষা ২০২২ সময়সূচিতে পরীক্ষার্থীদের জন্য পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে, এসকল নির্দেশনা দাখিল পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নির্দেশনা গুলো নিম্নে তুলে ধরা হলো -

১. করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে।
২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠানপ্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৫. পরীক্ষার দিন সকাল ১০টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে। 
৬. ২০১৭-২০১৮,২০১৮-২০১৯,২০১৯-২০২০,২০২০-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
৭. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত

দাখিল পরীক্ষার রুটিন ২০২২

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার রুটিন ২০২২ পিডিএফ আকারে প্রকাশ করেছে। দাখিল রুটিন ২০২২ মাদ্রাসা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ebmeb.gov.bd এ প্রকাশ করা হয়েছে। সময়সূচী অনুযায়ী আগামী ১৫ই সেপ্টেবর ২০২২ তারিখ থেকে দাখিল পরীক্ষা শুরু হয়ে ০৩ অক্টোবর শেষ হবে। নিচে পিডিএফ আকারে শেয়ার করার পাশাপাশি দাখিল পরীক্ষার রুটিন ২০২২ তুলে ধরা হয়েছে। 
দাখিল পরীক্ষার রুটিন
রুটিন ডাউনলোড করুন

এসএসসি পরীক্ষার সময়সূচী (বোর্ড ভিত্তিক)

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে সর্বমোট ৯টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। এর মধ্যে ১ টি শিক্ষা বোর্ড হলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এখানে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বাকি ৮টি শিক্ষা বোর্ড এ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী সকল বোর্ড এর সময়সূচী এবং তারিখ একই থাকবে। এখানে অন্যান্য ৮ টি শিক্ষা বোর্ড সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হল।

এসএসসি রুটিন ঢাকা শিক্ষা বোর্ড 
ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক- dhakaeducationboard.gov.bd। এখানে জেএসসি, এসএসসি এবং এইচএসসি সম্পর্কিত নোটিশ বোর্ড আলাদাভাবে সাজানো রয়েছে। এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ সকল তথ্য এখানে পেয়ে যাবেন। তাছাড়া পরীক্ষার ফলাফল এখান থেকে জেনে নিতে হবে। 

এসএসসি রুটিন রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এই লিঙ্কে প্রবেশ করে- rajshahieducationboard.gov.bd এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ সম্পর্কে নিজেকে অবহিত রাখতে পারবেন। এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে জানতে পারবেন। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের রুটিন
কুমিল্লা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট- comillaboard.portal.gov.bd। এসএসসি পরীক্ষা সম্পর্কে সকল তথ্য এখানে প্রকাশ করা হবে। পূর্বে বোর্ড ভিত্তিক আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রশ্ন তুলনামূলক কঠিন হত। 

যশোর শিক্ষা বোর্ডের রুটিন
যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ওয়েবসাইট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মতই সকল তথ্য সঠিকভাবে সাজানো। Jessoreboard.gov.bd/ -এ প্রবেশের মাধ্যমে আপনি সহজেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। পূর্বে বোর্ড ভিত্তিক আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার সময় যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন তুলনামূলক কঠিন হত। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন
চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে পর্যাপ্ত eSheba (অনলাইন সেবা) এর ব্যবস্থা রয়েছে। আপনি যদি এসএসসি পরীক্ষা ২০২২ বিষয়ক কোন ধরনের অসুবিধার সম্মুখীন হন, তাহলে এই- web.bise-ctg.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক তথ্য জেনে নিতে পারবেন।

বরিশাল শিক্ষা বোর্ডের রুটিন
আপনি যদি বরিশাল শিক্ষা বোর্ড এর এস এস সি পরীক্ষার প্রার্থী হন, তাহলে সর্বশেষ বিজ্ঞপ্তির জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট- barisalboard.portal.gov.bd- এ নজর রাখুন। তাছাড়া এসএসসি বৃত্তির ফলাফল এই ওয়েবসাইটের মাধ্যমে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা জানতে পারবে। 

সিলেট শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচী
সিলেট শিক্ষা বোর্ড এর এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ সম্পর্কে সর্বশেষ আপডেট পেতে এই ওয়েবসাইট- sylhetboard.gov.bd/ থেকে ঘুরে আসুন। বিগত বছরগুলোতে দেখা যেত সিলেট শিক্ষা বোর্ডে পাশে হার সবচেয়ে কম। কিন্তু দিন দিন সিলেটের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। এখানে ইংরেজিতে পাসের হার কম। ইংরেজিতে ভালো করতে চাইলে নিচের পোস্ট দুইটি পড়তে পারেনঃ 
দিনাজপুর শিক্ষা বোর্ডের রুটিন
দিনাজপুর শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইট- dinajpureducationboard.gov.bd- এ ২০২২ সালের পরীক্ষার রুটিন প্রকাশের সাথে সাথে আপনাদের জানানো হবে আমাদের এই admissiontune.com ওয়েবসাইট এর মাধ্যমে।
সবার সাথে শেয়ার করুন
এই পোস্টে 2 জন কমেন্ট করেছেন
  1. দয়া করে বিজ্ঞান বিভাগের প্রশ্নপদ্ধতি উল্লেখ করেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। প্রশ্নপদ্ধতি তথা মানবন্টন যুক্ত করেছি ভাইয়া।

      মুছুন

এডমিশন টিউন কী?