জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২০২১
জাবির আবেদনের দিনক্ষণ |
প্রাথমিক আবেদন শুরু হবেঃ ২০ শে জুন, ২০২১ ইং তারিখ হতে প্রাথমিক আবেদন শেষ হবেঃ ১৪ আগস্ট, ২০২১ ইং তারিখ প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হবেঃ ইং তারিখ আবেদন ফিঃ ৬০০ টাকা (এ, বি, সি, ডি এবং ই ইউনিট), ৪০০ টাকা (সি১, এফ, জি, এইচ এবং আই ইউনিট) প্রবেশ পত্র পাওয়া যাবেঃ জানানো হয়নি। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবেঃ জানিয়ে দেওয়া হবে। |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিট আছে ১০টি। এখানে সকল
ইউনিটের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিচে তুলে ধরা হলো। আবেদন করার পূর্বে এই বিষয়গুলো
খেয়াল রাখতে হবে।
ইউনিট |
অধীনস্থ অনুষদ |
প্রযোজ্য বিভাগ |
ন্যূনতম যোগ্যতা |
A Unit |
গাণিতিক ও পদার্থবিজ্ঞান |
বিজ্ঞান |
SSC+HSC = ৮.৫০ |
B Unit |
সামাজিক বিজ্ঞান |
মানবিক |
SSC+HSC = ৮.০০ |
C Unit |
কলা ও মানবিক |
মানবিক |
SSC+HSC = ৮.০০ |
C1 Unit |
নাটক
ও নাট্যতত্ত্ব |
মানবিক+অন্যান্য |
SSC+HSC=৬(ম)+৬.৫০(অ) |
চারুকলা |
সকল বিভাগ |
SSC+HSC = ৬.০০ |
|
D Unit |
জীববিজ্ঞান |
বিজ্ঞান |
SSC+HSC = ৯.০০ |
E Unit |
ব্যবসায় শিক্ষা |
বিজ্ঞান |
SSC+HSC = ৭.৫০ |
বাণিজ্য+মানবিক |
SSC+HSC = ৮.০০ |
||
F Unit |
আইন |
সকল বিভাগ |
SSC+HSC = ৮.০০ |
G Unit |
আইবিএ |
বিজ্ঞান |
SSC+HSC = ৯.০০ |
বাণিজ্য+মানবিক |
SSC+HSC = ৮.৫০ |
||
H Unit |
আইআইটি |
বিজ্ঞান |
SSC+HSC = ৯.০০ |
I Unit |
সাহিত্য ও সংস্কৃতি |
মানবিক |
SSC+HSC = ৮.০০ |
বিজ্ঞান+বাণিজ্য |
SSC+HSC = ৭.৫০ |
বি.দ্রঃ এখানে সকল বিভাগে আবেদনের জন্য ন্যূনতম পয়েন্ট উল্লেখ করা হয়েছে। উল্লেখিত অনুষদগুলোর অধীনে থাকা ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন শর্তাবলি থাকে কিন্তু সেগুলো চান্স পাওয়ার পরে জানলেও চলবে। কারণ ন্যূনতম শর্ত পূরণ করলেই আবেদন করা যাবে।
আবেদনের
মূল শর্তঃ
১.আবেদনকারীকে অবশ্যই এসএসসি ২০১৭ বা ২০১৮
সনের এবং এইচএসসি ২০১৯ বা ২০২০ সনের শিক্ষার্থী হতে হবে অর্থাৎ সেকেন্ড টাইমার অথবা
ফাস্ট টাইমার হতে হবে।
২.পছন্দনীয় ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম
জিপিএ থাকা আবশ্যক।উপরের চার্টে সেটি দেওয়া হয়েছে।
যেভাবে
আবেদন করতে হবেঃ (প্রাথমিক আবেদনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে)
১. প্রাথমিক আবেদন ফি মাত্র ৫৫/- টাকা
হওয়াতে দোকানে না গিয়ে বাসায় বসেই আবেদন করার উচিত। সেক্ষেত্রে ছবি ও স্বাক্ষর স্ক্যান
করার জন্য “camscanner” অ্যাপসটি ব্যবহার করলে ভালো।
২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
(প্রস্থঃ ৩০০ পিক্সেল ও দৈর্ঘ্যঃ ৩০০ পিক্সেল, ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ kb) ও শিক্ষার্থীর
স্বাক্ষর (প্রস্থঃ ৩০০ পিক্সেল ও দৈর্ঘ্যঃ ৮০ পিক্সেল, ফাইল সাইজ সর্বোচ্চ ৮০ kb) স্ক্যান
করে jpg ফরম্যাটে রাখতে হবে। ছবির দৈর্ঘ্য-প্রস্থ ও ফাইল সাইজ ঠিক করার জন্য “picresize” টুলসটি ব্যবহার
করা হয়।
৩. এরপরে সরাসরি এই লিংকে যেতে হবে। তারপরে
আবেদন ফর্মে সতর্কতার সাথে সব তথ্য (এসএসসি ও এইচএসসি পাশে সন, বোর্ড, রোল নং, রেজিস্ট্রেশন,
আবেদনকারীর মোবাইল নম্বর ও পছন্দের ইউনিট) দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। প্রদত্ত তথ্য
সঠিক হলে এবং জাবিতে আবেদন করতে চাওয়া ইউনিটের ন্যূনতম শর্ত পূরণ করলে কনফার্মেশনের
জন্য তথ্যাবলী দেখা যাবে।
৪. কনফার্মেশনের জন্য Ok বাটনে ক্লিক করতে
হবে। তৎক্ষণাৎ স্ক্রিনে একটি Bill Number দেখা যাবে পাশাপাশি আবেদনকারীর মোবাইল নম্বরেও
এটি চলে যাবে। Bill Number টি সংরক্ষণ করে রাখতে হবে, যা পরবর্তীতে ফি জমা ও প্রবেশপত্র
ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
আরও পড়তে পারেনঃ রসায়নে ভালো নম্বর পাওয়ার কৌশল
আবেদন
ফি জমাদানঃ
বিকাশের মাধ্যমে ফি জমা দেওয়ার ক্ষেত্রে সরাসরি ওয়েবসাইট থেকেই ফি জমা
দেওয়া যাবে। রকেটের ক্ষেত্রে -
১. আবেদন ফি রকেটের মাধ্যমে জমা দেওয়ার
জন্য মোবাইলে *322# ডায়াল করতে হবে।
২. পরে Bill pay লিখে সেন্ড করতে হবে।
অতঃপর নিজের মোবাইল থেকে করলে 1. Self নির্বাচন করতে হবে আর দোকান থেকে করলে 2.
Others নির্বাচন করে আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে।
৩. তারপর 0.other নির্বাচন করে Enter
Biller ID তে 343 লিখে সেন্ড করতে হবে।
৪. পূর্বেই SMS এ পাওয়া Biller Number
টি দিতে হবে। টাকার পরিমাণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত ফি টাইপ করে
Send বাটনে ক্লিক করতে হবে।
৫. এবার রকেটের পিন নম্বরটি টাইপ করে Send অপশনে ক্লিক করলেই টাকা জমা দেয়া হবে। পরবর্তী SMS এ প্রাপ্ত transaction id টি সংরক্ষণ করে রাখতে হবে। এই ম্যাসেজটি ডিলিট করা যাবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার মানবন্টন |
||||
ইউনিটসমূহ |
বিষয়ের নাম |
নম্বর |
পাস নম্বর |
সেইফ জোন |
A Unit |
গণিত |
২২ |
৩৩% |
|
পদার্থবিজ্ঞান |
২২ |
|||
রসায়ন |
২২ |
|||
বাংলা |
৩ |
|||
ইংরেজি |
৩ |
|||
বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক) |
৮ |
|||
B Unit |
বাংলা |
১০ |
৩৩% |
|
ইংরেজি |
১৫ |
|||
গণিত |
১৫ |
|||
সাধারণ জ্ঞান |
২৫ |
|||
বুদ্ধিমত্তা |
১৫ |
|||
C Unit |
বাংলা |
১৫ |
৩৩% এখানে শুধু ইংরেজিতে পাস নম্বর
০৭ |
|
ইংরেজি |
১৫ |
|||
অনুষদ সংশ্লিষ্ট অন্য বিষয় |
৫০ |
|||
C1 Unit |
বাংলা |
১০ |
৩৩% |
|
ইংরেজি |
১০ |
|||
বিষয়ভিত্তিক |
৬০ |
|||
D Unit |
বাংলা+ইংরেজি |
৮ |
৩৩% |
|
রসায়ন |
২৪ |
|||
উদ্ভিদবিজ্ঞান |
২২ |
|||
প্রাণীবিজ্ঞান |
২২ |
|||
বুদ্ধিমত্তা |
৪ |
|||
E Unit |
বাংলা |
১৫ |
৩৩% |
|
ইংরেজি |
৩০ |
|||
গণিত |
১৫ |
|||
অনুষদ সংশ্লিষ্ট অন্য বিষয় |
২০ |
|||
F Unit |
বাংলা |
২৫ |
৩৩% |
|
ইংরেজি |
২৫ |
|||
সাম্প্রতিক+বুদ্ধিমত্তা |
৩০ |
|||
G Unit |
বাংলা |
৫ |
৩৩% |
|
ইংরেজি |
৩০ |
|||
ম্যাথ+আইকিউ |
৩০ |
|||
সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক |
১০ |
|||
মৌখিক পরীক্ষা |
৫ |
|||
H Unit |
বাংলা |
৫ |
৩৩% |
|
ইংরেজি |
১৫ |
|||
গণিত |
৪০ |
|||
পদার্থবিজ্ঞান |
২০ |
|||
I Unit |
বাংলা |
১৫ |
৩৩% |
|
ইংরেজি |
১৫ |
|||
বিশ্বসাহিত্য |
১০ |
|||
সাধারণজ্ঞান |
১০ |
|||
সংস্কৃতি |
৫ |
|||
নৃবিজ্ঞান |
৫ |
|||
প্রত্নতত্ত্ব |
৫ |
|||
বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ |
১০ |
|||
ইতিহাস ও ঐতিহ্য |
৫ |
আরও পড়তে পারেনঃ ঢাবি বি ও ডি ইউনিট ভর্তি সাজেশন
প্রবেশপত্র
ডাউনলোড শুরুঃ
১. প্রবেশপত্র ডাউনলোড করতে এই লিংকে যেতে
হবে।
২. এরপর স্ক্রিনে প্রদর্শিত আবেদনকারীর
Bill Number ও রকেট বা বিকাশের TrxId ইনপুট দিয়ে লগ ইন করতে হবে।
৩. প্রবেশপত্র A4 সাইজ কাগজে কালার প্রিন্ট
করতে হবে।
পরীক্ষার
হলে যা যা নিতে হবেঃ
১. জাবি থেকে প্রদত্ত প্রবেশপত্র, উচ্চমাধ্যমিকের
রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ও কালো কলম নিতে হবে। তাছাড়া পরীক্ষা চলাকালীন পুরো সময়
মাস্ক পরিধান করে থাকতে হবে।
পরীক্ষার
হলে যা যা নেওয়া যাবে নাঃ
১. ক্যালকুলেটর, মোবাইল ও ঘড়িসহ যেকোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। পরীক্ষার হলেই ঘড়ির ব্যবস্থা থাকবে। হলে কেউ ভুলবশত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে অবশ্যই তা পরিদর্শক বা হলে যিনি থাকবেন তার কাছে জমা দিতে হবে। ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম।
0 Comments
Please read our Comment Policy before commenting.